স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া।বাগানের মালিক কাজ করতে করতে সোনা ও রুপা কে কথার বসে কোথাও নিয়ে গেছে। কিন্তু সূর্য এবং দীপা একসঙ্গে তাদেরকে বাঁচাবে। তারা সেই ঘরে যাওয়া মাত্রই দেখে আরো অনেক ছোট ছোট ছেলে মেয়ে তারাও তাদের বাবা মায়ের কাছে যেতে চায়।
সোনা ও রুপা খুবই কষ্ট পাচ্ছে জন্মাষ্টমীর দিন তাদের বাড়িতে কোনরকম পুজো হচ্ছে না বলে। তাই তাদের কাকা এর কাছ থেকে খাবার নিয়ে তারা সেটা কৃষ্ণ ঠাকুরের পায়ে দিয়ে তার মায়ের জন্য প্রার্থনা করছে সে যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে।
দীপা ভালো হয়ে বাড়ি ফিরে এসেছে তখন তার শশুর এবং শাশুড়ি জিজ্ঞাসা করছে যদি সূর্য কখনো শোনার জন্য দাবি করে তখন দীপা কি করবে উত্তর দিবা জানায় সব সময় একটা সন্তানের জন্য তার বাবাকেই খোঁজা হয়। মাকে নিয়ে কেউ সন্দেহ করে না এবারে পরীক্ষা সূর্যকে অর্থাৎ ডাক্তার বাবুকেই দিতে হবে।