কেন্দ্রীয় সরকারের বাজেট বরাদ্দ ছিল জি ২০ সম্মেলনে ৯৯০ কোটি টাকা। তার বদলে মোদি সরকার কেন 4100 কোটি টাকা খরচ করেছেন এই নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন তুলেছে তৃণমূল ও কংগ্রেস। বিরোধীরা আগেই অভিযোগ তুলেছিল যে জি ২০ সম্মেলন কে হাতিয়ার করে আগে থেকেই প্রচার শুরু করেছে মোদি সরকার।
জি ২০ সম্মেলনের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম 990 কোটি টাকা বাজেট করেছিলেন। এখন সূত্র মারফত জানা যাচ্ছে ৪১০০ কোটি টাকা খরচ হয়েছে। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদি কে কৃতিত্ব দিতে জেপি নাড্ডা অমিত শাহ ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন।
বিরোধীদের তরফ থেকে অভিযোগ উঠেছে যেখানে রান্নার গ্যাসের দাম এত বেশি সেইখানে এই ভাবে খরচা করার কোন মানেই হয় না। যা খরচ করা হয়েছে তার বেশিরভাগটাই স্থায়ী কাঠামোতে খরচ করা হয়েছে তারপরে তার শুধুমাত্র জি ২০ তে সীমাবদ্ধ থাকবে না বলে এমনটাই পাল্টা দাবি করেছে সরকারি তরফ থেকে।