রবিবার দিন এ আর রহমানের অনুষ্ঠান ছিল চেন্নাইতে। সন্ধ্যে নেমে আসার পর থেকেই ছিল প্রচুর ভিড়। চেন্নাই এর মূল শহর থেকে একটু দূরে আদিত্যরাম প্যালেসের প্রায় পঞ্চাশ হাজার লোকের বসার ব্যবস্থা করা হয়েছিল। এতটা ভিড়ের কারণে শোনা গিয়েছে পদুপৃষ্ট হওয়ার অভিযোগ।
শিশুরা তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এমনকি মেয়েদের শীলতা হানির অভিযোগ উঠেছে আবার যারা অগ্রিম টিকিট বুকিং করেছিলেন তারা ঢুকতেই পারেননি।এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল ১২ ই আগস্ট কিন্তু রহমান নিজের সমাজ মাধ্যমে পোস্ট করে জানান খারাপ আবহাওয়া হবার কারণেই দশম সুরক্ষার কথা ভেবেই সব বাতিল করা হচ্ছে নতুন এর কথা খুব জলদি জানানো হবে।
সমাজ মাধ্যমে দর্শকেরা খুব উপরে দিয়েছেন রীতিমত কেউ দায়ী করছেন অনুষ্ঠান উদ্যোক্তাদেরকে। আবার কেউ তো সরাসরি এ আর রহমানকে। কেউ লিখেছেন তার ৩০ বছরের ভক্তের মৃত্যু হল তিনি পুরো সময় এনার্জি পুরোটাই নষ্ট করেছেন এই অনুষ্ঠানের পিছনে। যদিও এখনো নিশ্চুপ এ আর রহমান রবিবারের এই অনুষ্ঠানের বিশৃঙ্খলার ব্যাপারে।