তার জীবনের দরিদ্রতাই ছিল নিত্য সঙ্গী কিন্তু কখনোই এই দারিদ্রতাকে কাছে আসতে দেন নি। নিজের লক্ষ্যে ছিলেন তিনি অবিচল।ভারতের সবচেয়ে কঠিনতম পরীক্ষা হিসেবে গণ্য করা হয় ইউপিএসসি পরীক্ষা কে। অনেকেই আইএএস হওয়ার আকাঙ্ক্ষা রাখেন কিন্তু তা হতে ব্যর্থ হন। আবার তাদেরই মধ্যে এমন কেউ থাকেন যারা সমস্ত রকমের বাধা অতিক্রম করে আইএএস অফিসার হন।
ঠিক তেমনি তাদের মধ্যে একজন হলেন ডোংরে রেভাইয়া। তিনি তার জীবনের সমস্ত প্রতিগুলো তাকে পেরিয়ে ২০২২ সালে আইএস অফিসার পদে নিযুক্ত হন। স্বামীর মৃত্যুর পর ডোংরের মা সরকারি স্কুলে তেলেঙ্গানা মেলে রান্নার কাজে যুক্ত হন অন্য সংস্থানের জন্য। কিন্তু কোন রকম প্রতিকূলতাই তাকে বাধা দিতে পারেনি। আইআইটির প্রবেশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইআইটি মাদ্রাজে ভর্তি হন।
গেট পরীক্ষার যোগ্যতা অর্জন করেও হায়দ্রাবাদে এক উচ্চমানের চাকরির সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ না করে ইউপিএস এর জন্য তৈরি হয়েছেন। তারপর তিনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেন ৪১০ নম্বর রেংক করে। এখন তিনি আইএএস অফিসারের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। সত্যিই এইরকম পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত।