তিনি হলেন বিশ্বের গৌরী সেন। আন্তর্জাতিক অর্থ ভান্ডারে শীর্ষকর্তা। উন্নয়নশীল দেশগুলির লক্ষ্মীও আবার তিনি। খুব বড় অংকের অর্থের দরকার হলে দেশের সরকার এরা এনার কাছে এসে উপস্থিত হয়। শুক্রবার আন্তর্জাতিক অর্থভাণ্ডার তথা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিয়ানা জর্জিয়েভা উপস্থিত হন ভারতে।
ভারতে পা রাখা মাত্রই তাকে দেখা গেল তিনি অতি খুশি হয়ে ভারতীয় লোকগানের তালে পা মেলাচ্ছেন। ক্রিস্টিনা একজন সম্মানীয় অতিথি ভারতে আয়োজিত জি-টুয়েন্টি শীর্ষ বৈঠকে। অন্তর্ভুক্ত দেশগুলোই বৈঠকে যোগ দেবেন শনি এবং রবিবার। তবে ক্রিস্টিয়ানা তার একদিন আগেই ভারতে পদার্পণ করেছেন।
শুক্রবার দুপুরে বিমানবন্দরে নেমেই তাকে উড়িষ্যার লোকশিল্পীরা স্বাগত জানার নাচের তালে তালে তিনিও তাদেরকে হাত তুলে অভ্যর্থনা জানিয়েছেন তার পরেই তাকে নাচের জন্য আহ্বান জানানো হয়।ক্রিস্টিয়ানা অনুরোধ ফেরা নেই তিনিও তাদের রাখে মঞ্চের উল্টোদিকে দাঁড়িয়ে নাচের তালে তাল দেন। সেই ভিডিও রেকর্ড করা হয়েছে পরে সেটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।