জন্ম থেকেই দৃষ্টিহীন শ্রীকান্ত ভোল্লা। তিনি শারীরিকভাবে অক্ষম হলেও মানসিকভাবে তাকে কেউ দমাতে পারেনি। এই শ্রীকান্ত কই একদিন ফিরিয়ে দিয়েছিল আইআইটি তার অন্ধত্বের জন্য কিন্তু আজ সেই শ্রীকান্তই ৫০ কোটি টাকা কোম্পানির ceo। অন্ধ্রপ্রদেশের একটি অখ্যাত গ্রামের বাসিন্দা শ্রীকান্তর কাহিনী বদলে দিয়েছে বহু শারীরিক অক্ষম সম্পন্ন ব্যক্তিদের জীবন কাহিনী।
অতি কষ্টে তার বাবা মা তাকে মানুষ করেছে অনেকেই পরামর্শ দিয়েছিল এই ছেলে জন্ম হওয়ার পরেই ত্যাগ করার জন্য তার শারীরিক ও ক্ষমতা থাকার জন্য। তিনি বিজ্ঞান বিভাগে কোথাও ভর্তি হতে পারছিলেন না। তা সত্ত্বেও তিনি ভর্তি হয়ে পড়েছেন। তারপর তাকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিও নিতে চাইনি। প্রথম আন্তর্জাতিক দৃষ্টিহীন ছাত্র হিসাবে পড়ার সুযোগ পান আমেরিকার ম্যাসাটুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
সেখানকার পাট মিটিয়ে তিনি দেশে ফিরে এসে ঠিক করে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের জন্য তিনি কিছু করবেন তিনি ৩০০০ জন এমন ছাত্রছাত্রীকে পড়ার সুযোগ করে দেয়। পড়ার পরে চাকরি সুযোগ করে দেন তিনি নিজের কোম্পানি খুলে আজ সেখানে মোট ১৫০ জন চাকরি করে। শারীরিক অক্ষমতা শুধু একটা বিষয় মাত্র মনের ইচ্ছা শক্তি আসল।উনি জানায় শ্রীকান্ত ভোল্লাকে সকলেই।