শাহরুখ খানের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তির পর বক্স অফিসের রীতিমতো ঝড় উঠে গিয়েছে। পাঠান মুক্তির পর বক্স অফিসে যে নজির করেছিলেন তা শাহরুখ নিজেই ভাঙলেন জওয়ানের মাধ্যমে। বিশ্বব্যাপী মাত্র দুদিনের ব্যবসা করে নিয়েছে 200 কোটিরও বেশি টাকা। কলকাতায় ভোর পাঁচটা সতের লোক হই হই করে দেখতে গেছে জওয়ান মুভি।
তবে এরই মাঝে শোনা যাচ্ছে অ্যাটেলি নাকি জওয়ান মুভিটা টুকেছেন। শাহরুখের এই ছবিটা নাকি কোন তামিল মুভির সঙ্গে অনেক মিল পাওয়া যাচ্ছে। অনেকেই বলছে এই ছবি টোকা। ১৯৮৯ সালে এই ছবিতে নায়ক ৭০রাজের শাহরুখের মতনই দ্বৈত চরিত্র ছিল।
তবে এটেল নামে এই অভিযোগ প্রথম ওঠেনি এর আগেও বহুবার উঠেছে। এর আগে সামান্থা রথ প্রভু এবং বিজয় স্থলপতিকে নিয়ে যখন থেরি ছবিটি বানান তখনও একই অভিযোগ উঠেছিল। যদিও নেট পাড়ার একাংশ এই কথায় কান দিতে একদমই নারাজ তারা একমাত্র জওয়ান নিয়ে এখন মজে রয়েছেন।