চারিদিকে হতাশাগ্রস্ত মানুষের অভাব নেই। অনেকেই নানান স্বপ্ন দেখেন কিন্তু ব্যর্থ হয়ে হেরে যান। সুরাজ তেওয়ারি অ্যামোনি একজন যার হাতও নেই এমনকি পাও নেই তা সত্ত্বেও তিনি লরে গিয়েছেন। যুদ্ধজয়ের হাসি তার মুখে রীতিমতো লেগেই রয়েছে। কোনো রকম ভয় তার সামনে আসতে পারে না।
শুয়ে নয় ঘুমিয়ে নয় বরং তিনি সারারাত জেগে স্বপ্ন দেখেছেন আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি বেজয় খুশি। ২০১৭ সালে এক ট্রেন এক্সিডেন্টে তার দাদা মারা যায় হাত পা কেড়ে নিয়েছিল সেই অ্যাক্সিডেন্ট সুরাজের। সংসারে নেমে এসেছিল অন্ধকার কিন্তু তা সত্ত্বেও তিনি স্বপ্ন দেখতে ছাড়েননি।
কোন কিছুই তিনিই নিজে করতে পারতেন না তা সত্ত্বেও তিনি জেএনউ থেকে স্নাতক হতে না হতেই তখন থেকেই তার মনের মধ্যে ইচ্ছা জেগেছিল ইউপিএসসির। লড়াই চালিয়ে গেছেন প্রথমবারে হয়নি কিন্তু দ্বিতীয় বারে তিনি তার স্বপ্ন পূরণের সাফল্যতা পেয়েছেন। ইউভিএসসি ৯১৭ তালিকাতে তার নাম। আজ তিনি বেজায় খুশি।