নতুন বছরের শুরুর আগেই অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জীবনে নেমে এল এক ভীষণ দুঃখের খবর। তাঁর ছোট্ট পোষ্যটি তাকে ছেড়ে চলে গিয়েছে।
সায়ন্তিকা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করে তার পোষ্যটির সাথে তার সম্পর্কের কথা লিখেছেন। তিনি লিখেছেন, “ফিনি- তুমি একজন দেবদূত। তুমি আমাদের কাউকে কখনও কষ্ট দেওনি। এমনকী যেদিন তুমি চলে গেছ, ২৯.১২.২৩ সেদিনও নয়।”
তিনি আরও লেখেন, “তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে। বিশেষ করে মা এবং বাবার। যদিও তাঁরা তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে ওঁরা শীঘ্রই নিজেদের মনকে একটু স্থির করতে পারবে। কারণ, এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন…। বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই যে তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। বাবা, মা, সিরাজ, টিকি, কালুয়া এবং আমি… আমরা সবাই তোমাকে মিস করছি।”
সায়ন্তিকার এই পোস্টে অনেকেই তাকে সমবেদনা জানিয়েছেন। তাঁর বন্ধু অভিনেত্রী মিমি চক্রবর্তীও তাকে মন শক্ত করার পরামর্শ দিয়েছেন।