সরকার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারদের তলপ করেছিল। মোট ১৭ জন রেজিস্টার সেই ডাকে উপেক্ষা করেছে। শিক্ষা মন্ত্রী পার্থ বসু সেই ১৭ জন রেজিস্টার কে শোকজ করার হুমকি দিয়েছেন কারণ তারা সরকারি নির্দেশকে অমান্য করেছেন বলে।
বিকাশ ভবনে শুক্রবার দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারদের নিয়ে একটি বৈঠক রাখা হয়েছিল। মোট ৩১ জন রেজিস্টার কে ডাকা হয়েছিল এই বৈঠকে। যারা আসেনি তাদের উদ্দেশ্যে বাৎ্যপশু জানান রাজভবন থেকে তারা এসএমএসে হুমকি পেয়েছেন সেই কারণেই তারা আসেননি। তার প্রশ্ন এই ধরনের হুমকি কে পাঠাচ্ছেন? ঠান্ডা ষড়যন্ত্র কারাই বা করছেন?
শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান কোন রাজনৈতিক জায়গা নয়। তার কথায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলি শিক্ষাবিদ এবং শিক্ষার্থীদের জন্য। এখানে শুধুমাত্র তাদের কথাটাই ভাবা উচিত।