যিনি কঠোর পরিশ্রমী হয়ে থাকেন ভাগ্য সবসময়ই তার পাশে থাকে। সত্যি বলতে বিশেষ করে ভারতীয় ছাত্রছাত্রীদের এমন কিছু গল্প থাকে সফলতার যা সিনেমার গল্পকেও হার মানিয়ে যাবে। নিজের স্বপ্নের পিছনে ছুটতে থাকে এমন কিছু ছাত্র-ছাত্রী যার গল্প শুনলে সত্যিই আপনার চোখে জল চলে আসবে।
থার্ড ডিভিশনের মাধ্যমিকে পাশ করে আজ এক ভারতীয় ছাত্র প্রশাসনিক ক্যাডার। ছত্রিশগড়ের একজন ছাত্র আজ আইএএস অফিসার। তার সাফল্যের কাহিনীটা সত্যি অনেকটা সিনেমার মতো। তার পরিবারের সকলেই বিহারে থাকতেন। সকলেই তারা মধ্যবিত্ত পরিবারের।
এতটাই দরিদ্র তারা যে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না তা সত্ত্বেও আজ তিনি আইএস অফিসার তার নাম অবনীশ সরণ। লন্ডনের আলোয় তিনি পড়াশোনা করতেন। মাধ্যমিকে মাত্র ৩১০ নম্বর তিনি পেয়েছিলেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণি কোনরকমে উত্তীর্ণ হয়েছিলেন। আজ তিনি একজন আইএএস অফিসার।