কোনরকম আনুষ্ঠানিক ঘোষণা হয়নি কেন্দ্রে তরফ থেকে। কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে জি কুরি শীর্ষ বৈঠকে দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সফরসুচিতে বৈঠক নিয়ে। বিরোধীরা সন্দেহ প্রকাশ করেছে ইন্ডিয়া নাম ছেটে ভারত পরা হবে বলে। এই সংক্রান্ত সংবিধানের জন্যই আগামী ১৮ থেকে ২২ শে ডিসেম্বরে অধিবেশন ডাকা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার মোদি ইন্ডিয়া বনাম ভারত বিতর্কে সতর্কতা জারি করেছে বাকি মন্ত্রীদেরকে। তিনি বলে দিয়েছেন যারা এ বিষয়ে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত এবার মাত্র তারাই যেন মুখ খুলে এর বাইরে কেউ যেন কোন কথা না বলে। মোদির নির্দেশ জি কুরির বৈঠকের আগে বাস্তব অবস্থা তুলে ধরে সংবিধান ঘাটার কোন প্রয়োজন নেই। সমসাময়িক পরিচিতি নিয়ে কথা বললে সেটা ভালো হয়।
এই আবহে মোদিকে চিঠি পাঠিয়েছেন সোনিয়া গান্ধী এমনকি বলিউডের মধ্যে ঢুকে পড়েছে। কংকনা সিং রানাবাজ জানান তিনি ভারতে আছেন। অভিনেত্রীয় মনে করেন ইন্ডিয়ান নাম ভারত হওয়া উচিত। তিনি জানান দু’বছর আগে নাকি তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন।