পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে বিদেশ সফরের আগে মন্ত্রিসভায় কিছু রদবদল করতে পারেন। প্রশাসনিক মহলে সেই মর্মেই তৈরি হয়েছে জোর জল্পনা। গত বছর মুখ্যমন্ত্রী ৩ আগস্ট মন্ত্রিসভায় রদবদল করেছিলেন। এবারে বিদেশ সফর যাওয়ার আগেই তিনি রদবদল করতে পারেন। কারোর দায়িত্ব বাড়িয়ে দিতে পারেন আবার কারো কমিয়ে দিতে পারেন।
তবে নতুন কোন সংযোজন হচ্ছে না বলেই খবর মন্ত্রিসভায়। কারণ হিসেবে বলা হচ্ছে নতুন মন্ত্রী সংযোজন করতে গেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দিয়ে শপথ বাক্য পাঠ করাতে হবে। তবে অনেকের মতে এখন রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর যা সম্পর্ক তা হওয়া সম্ভব নয়। দায়িত্ব অদল বদল এর ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে মানষ ভূঁইয়া এবং বাবুল সুপ্রিয়র।
জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানুষ ভুঁইয়ার দায়িত্ব যেতে পারে অন্য কারোর হাতে এবং তথ্যপ্রযুক্তি ও পর্যটন কেন্দ্রের মন্ত্রী বাবুল সুপ্রিয় দায়িত্ব আবার অন্য কারোর হাতে যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। আবার অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী তার কাজকে আরো গুরুত্বপূর্ণভাবে দেখার কথা বলা হতে পারে।