মাথায় পাগড়ি এবং একমুখ লম্বা দাড়ি। এই লুকে দেবকে চেনা খুবই কষ্টকর। অভিনেতা এর আগে যদিও সাধুর বেশে একটি লুকে সকলকে চমকে দিয়েছিল। ব্যোমকেশের পর এবারে তিনি বাঘাযতীন হয় সকলের সামনে ধরা দিতে চলেছেন। আর সেই ছবিতেই রয়েছেন সুদীপ্ত চক্রবর্তী রোহন ভট্টাচার্য শোয়েব কবিরের মতন একাধিক অভিনেতা অভিনেত্রীরা।
এইবার প্রকাশ্যে এলো কানাইলাল দত্তর রাসবিহারী বসু চারচন্দ্র বসু লুক। এই ছবি তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে। এই ছবিতে সকলের চরিত্র বেশ নজর কেড়েছে। ছবিটি আগামী পূজায় অর্থাৎ কুড়ি আগস্ট মুক্তি পেতে চলেছে। হিন্দি ভাষা তো মুক্তি পাবে। এই ছবি সেই ভাবে দেখতে গেলে দেবে প্রথম সর্বভারতীয় ছবি।
এই ছবি ঘোষণার পর থেকে দর্শকমন্ডলে বেশ কৌতুহল তৈরি হয়েছে। একদিকে যেমন দেবকে বাঘাযতীন রুপে দর্শকের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। তেমনি অন্যদিকে আবার যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছবি খুব বেশি দেখা যায় না বলেই জানা গিয়েছে।