পশ্চিমবঙ্গ

কলকাতা পুলিশের উদ্যোগে যাদবপুর থানায় অনুষ্ঠিত হল রক্তদান শিবির! বিপুল সারা জনগণের

 

শনিবার কলকাতা পুলিশের উদ্যোগে ১০৮৪তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব যাদবপুর থানায়। এই রক্তদান শিবিরের নাম দেওয়া হয়েছিল উৎসর্গ। এদিন এই রক্তদান উৎসবে সূচনা করেন কলকাতা পুলিশের পূর্ব বিভাগের উপনগরপাল জনাব আরিস বিলাল ও ডিসি টু ইস্ট। তাঁদের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ইস্ট ১ শ্রী চন্দন গুহ ও সহকারী কমিশনার ইস্ট ২ শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়। ছিলেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি শ্রী প্রশান্ত মজুমদার, শ্রী তীর্থঙ্কর দে (ওসি সার্ভে পার্ক), শ্রী সঞ্জয় মুখার্জি (ওসি পঞ্চসায়র থানা), ছিলেন আনন্দপুর থানার ওসি শ্রী সুমন নস্কর, ছিলেন শ্রী সুদীপ বেরা (ওসি প্রগতি ময়দান থানা) এবং ছিলেন এই সকল থানার সকল অতিরিক্ত ওসিরা।

এদিন এই অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে এসে উপস্থিত হন যাদবপুর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার ও স্থানীয় রাজনৈতিক নেতা ও নেত্রীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও প্রশাসক যথাক্রমে মেডিকা, আমরি, শংকর নেত্রালয়, মুকুন্দপুর, রবীন্দ্রনাথ টেগোর হাসপাতাল। বিভিন্ন থানার পুলিশ, হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার, স্থানীয় বাসিন্দা মিলে মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন।

 

 

 

শনিবারের এই অনুষ্ঠানটিকে বর্ণময় ও উজ্জ্বল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পূর্ব যাদবপুরের ওসি শ্রী মৃগাঙ্ক দাস মহাশয় ও তার সহযোগী পুলিশ অফিসাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.