প্রতি বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষা করে যেমন সিরিয়ালের সমস্ত নায়ক-নায়িকারা ঠিক তেমনি অপেক্ষা করে বসে থাকে দর্শকেরাও। তুই কয়েকদিন আগে পরিচালক সুশান্ত বলেছিলে সময়ের সঙ্গে সঙ্গে গল্প তাল মিলাতে না পারলেই সরে যেতে হবে। কারণ দর্শক এখন আর একঘেয়েমি পছন্দ করছে না। সেই কারণ এই জগদ্ধাত্রী এতগুলো রূপ দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
তার ফল প্রকাশে আসার পরেই বোঝা গেল জগদ্ধাত্রী ধারাবাহিকের প্রতি দর্শকদের ঠিক কতটা টান বেড়েছে। আগস্ট মাসের শেষ টিআরপির তালিকাতে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। বেশ কয়েক সপ্তাহ ধরে কখনো অনুরাগের ছোঁয়ায় এগিয়ে আবার কখনো জগদ্ধাত্রী। তবে এবারে জগদ্ধাত্রী টপ কে দিল অনুরাগের ছোঁয়াকে।
এই সপ্তাহের জগদ্ধাত্রী প্রাপ্ত নম্বর ৮.১। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.০। যদিও এই দুটি ধারাবাহিককে প্রাপ্ত নম্বরে খুব একটা হেরফের নেই। আর রাঙা বউ এবং কোষের পরিশ্রমের গল্প বেশ মনে ধরেছে দর্শকদের তাই তাদের প্রাপ্ত নম্বর ৭.৫ তারা রয়েছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থান দখল করেছে নিম ফুলের মধু যার প্রাপ্ত নম্বর ৭.৪ এবং তৃতীয় স্থানে রয়েছে ফুলকি যার প্রাপ্ত নম্বর 7.9।