বিরোধী জোট ইন্ডিয়া লোকসভা ভোটে আসন বন্টন কেমন কড়বে? চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে এই নিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। বিরোধী জোটের তৃতীয় বৈঠক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। যা চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে একজন করে বিজেপির বিরুদ্ধে লড়বেন। আসন বিন্যাস এই ভাবেই করা হতে পারে।
এই বৈঠকে মুম্বাইয়ের সামিল হয়েছেন 28 টি দলের ৬৩ জন প্রতিনিধি। বাংলা থেকে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে বিরোধী জোটের লোগো ঠিক করা হবে। মুম্বাই বৈঠকের চেয়ারপারসন নিয়ে কথা হতে পারে। বিরোধী জোট এই সিদ্ধান্ত শুক্রবার জানাতে পারে।
বিজেপি শিবির আবার এই নিয়ে প্রশ্ন তুলেছে। জোটের প্রধানমন্ত্রী কে হবে। মুম্বাইয়ের বিরোধী দলকে বিজেপির মুখপাত্র কটাক্ষ করে বলেছেন এই দলগুলি দুর্নীতিগ্রস্ত। কুড়ি লক্ষ টাকার দুর্নীতি এটা স্বার্থসিদ্ধির জন্য।