দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির উজ্জ্বলতম নক্ষত্র হল রজনীকান্ত। তিনি দর্শকদের গত পাঁচ বছর ধরে মনোরঞ্জন করে চলেছেন। অসংখ্য অনুরাগীদের তার অভিনয় মন কেড়েছে। তিনি তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন বাস কন্টাকটার হিসাবে। ইন্ডাস্ট্রিতে আসার আগে এটাই ছিল তার পেশাগত পরিচিতি। গত ১০ ই আগস্ট মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি জেলর।
৬০০ কোটির কোনটি ছাড়িয়ে গিয়েছে তৃতীয় সপ্তাতেই মুক্তির। রজনীকান্ত নিজের ছবি সাফল্য আনতে নিজের শিকড়ে ফিরলেন। রজনীকান্ত কে বেঙ্গালুরুতে নিজের সেই পুরনো কাজের জায়গাতে দেখা গেল। তাকে দেখা গেল সেই বাস কন্টাকটার এর জায়গাতেই। তখন তার নাম ছিল শিবাজী রাও গাইকোয়ার।
১৯৭৫ সালের কমল হাসানের সঙ্গে তার প্রথম ছবি অপূর্ব রঙ্গলাল মুক্তি পেয়েছিল। তখন থেকেই শিবাজী রাও হয়ে ওঠেন রজনীকান্ত। তারপর থেকে তাকে আর পেছনে ঘুরে তাকাতে হয়নি। মোট ১৫০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। তবে কিছুদিন আগে সোনা গিয়েছিল তিনি 171 তম ছবির কাজ শেষ করে অভিনয় জীবনকে বিদায় দিতে চান। যদিও সেই খবরের সিলমোহর দেননি রজনীকান্ত। বরং তিনি সাফল্যের শিখরে পৌঁছেও নিজের গোড়াকে ভুলে যাননি।