একটি ছবি মুক্তি পেতে চলেছে সাতই সেপ্টেম্বর অন্যটি পাবে ২৮ শে সেপ্টেম্বর। শুধু ভারতে নয় বিদেশেও এর উন্মাদনা চোখে পড়ার মতন। চলতি বছরে শুরুতে পাঠান নিয়ে উন্মাদনা দেখা গিয়েছিল আমেরিকা দুবাইয়ের মতন দেশগুলোতেও। ৭ ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে বলে আমেরিকা এবং দুবাইয়ের মতন দেশ গুলিতে তিন সপ্তাহ আগে থেকে অগ্রিম টিকিট বুকিং করা শুরু হয়ে গিয়েছে, যার ফলে জওয়ান। ইতিমধ্যেই দেড় কোটি টাকা ব্যবসা করে ফেলেছে।
তবে অগ্রিম টিকিট বুকিং এ জাওয়ানকে ছাপিয়ে গেল প্রভাস অভিনীত সালার ছবিটি। জবানের প্রায় দ্বিগুণ অংক এর ব্যবসা করে নিয়েছে এই সালার। শাহরুখ খানের এই প্রথম প্যান ইন্ডিয়ান ছবি মুক্তি পেতে চলেছে। তা সত্ত্বেও প্রবাস অভিনীত এই সালার ছবিটিতে অগ্রিম বুকিং এ উপার্জন হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। তবে কি ধীরে ধীরে ফিকে হচ্ছে শাহরুখ খানের ম্যাজিক?
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত জওয়ান ছবিটি। শাহরুখ খান ছাড়াও এই ছবিটিতে রয়েছেন একাধিক দক্ষিণী তারকা। একইভাবে পাঠান মুখ দিয়ে পথেই হাঁটছেন কোনরকম প্রচারে নামেনি। আবার আদি পুরুষের ভরাডুবির পর ফের ভরে দাঁড়ানোর চেষ্টায় আছেন এই সালার ছবির মাধ্যমে প্রভাস।