শাহরুখ যাচ্ছেন চেন্নাইতে। শাহরুখ অনুরাগীরা বহুদিন ধরে অপেক্ষায় রয়েছে শাহরুখের জওয়ান এর ট্রেলার মুক্তির। সোনা যাচ্ছে চেন্নাইতে মুক্তি পাবে জওয়ানের ট্রেলার গোটা টিমের উপস্থিতিতে। তার জন্যে প্রস্তুতি তুঙ্গে। শাহরুখ মঙ্গলবার বৈষ্ণব দেবীর মন্দিরে আচমকাই পুজো দিতে যান। পাঠান মুক্তির আগেও তিনি দেবীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন। এবারও তার অন্যতা হলো না।
তার পরনে রয়েছে নীল রঙের জ্যাকেট মুখে রয়েছে মাক্স। শাহরুখ খানকে মোটেই চেনার উপায় নেই। কিন্তু বাদশা যাবেন মন্দিরে আর তা কেউ চিনতে পারবে না তা কখনো হয় নাকি। বাদশার মন্দিরে ঢোকার ছবি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বুধবার ভোর রাত্রে সেখান থেকে তিনি বেরিয়ে যান।
শাহরুখ খান অভিনীত ছবি জওয়ান মুক্তি পেতে চলেছে ৭ই সেপ্টেম্বর। তার আগে শাহরুখ খান চেন্নাইয়ের শ্রীরাম ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন। অভিনেতা বুধবার তিনটের নাগাদ সেখানে হাজির হবেন। তিনি সম্প্রতি টুইট করে চেন্নাই বাসিন্দাদের এবং শ্রীরাম ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়াদের জানিয়েছেন তিনি বুধবার দিন সেখানে যাচ্ছেন।