মাত্র ১০ দিন বাকি আছে হাতে আর। তারপরই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের জওয়ান। ইতিমধ্যেই বাদশার এই ছবির জন্য কিছু দেশে অগ্রিম বুকিং হয়ে গিয়েছে টিকিটের। ভারতের পাশাপাশি এই ছবি আমেরিকা জার্মান দুবাইতেও মুক্তি পাবে। এরই পাশাপাশি আবার বাংলাদেশের মুক্তি পাবে শাহরুখের জওয়ান তাও আবার ভারতে সঙ্গে একই দিনে। চলতি বছরের পাঠান মুক্তি পেয়েছিল এ বছরে বাংলাদেশে।
এই সিনেমাটি মুক্তির জন্য বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। বাংলাদেশে এই ছবি আমদানি করা হয়েছে অ্যাকশন কার্ড এন্টারটেইনমেন্ট ওর রংধনু গ্রুপ এর তরফ থেকে। রবিবার দুপুরে বাংলাদেশের আমদানি রপ্তানি কমিটি এই ছবিটি আনার জন্য অনুমতি দিয়েছে তারা চায় ভারতের সঙ্গে একই দিনে এই ছবিটি বাংলাদেশে মুক্তি পাক। তবে যদি কোন কারনে কোন অসুবিধা হয় তাহলে একদিন পিছিয়ে অর্থাৎ সেপ্টেম্বর মুক্তি পাবে।
যারা বাংলাদেশে পাঠান এবং কিসি কি ভাই কিসি কি জান মুক্তি পেয়েছিল। কিন্তু সেই ভাবে ব্যবসা করতে পারেনি। কারণ তার অনেক আগেই ভারতে মুক্তি পেয়ে গিয়েছিল। এই ছবি তাই আর যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। সেই কারণে একই দিনে আনতে চাইছে বাংলাদেশের আমদানি রপ্তানি কমিটি।