চলতি বছরের পঁচিশে সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে প্রস্তু চলেছেন অভিনেত্রী পরিনিতি চোপড়া। তার বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরের রাজকীয় প্রাসাদে। বিয়ের মতন শুভ অনুষ্ঠান শুরুর আগে পরিনিতি মহাকালের মন্দিরে পূজো দিতে যান শনিবারে সঙ্গে ছিলেন হবু স্বামী রাঘব চড্ডা। পরিনিতির পরনে ছিল শাড়ি এবং রাঘবের পরনে ছিল দুটি এবং উত্তরীয়। স্বাভাবিকভাবে এই সাজ নিয়ে কারোর কোন আপত্তি থাকার কথা নয়।
কিন্তু তা সত্ত্বেও করা সমালোচনার ঝড় বয়ে গেল সমাজ মাধ্যমের পাতায়। তার কারণ চটি পায় প্রবেশের অনুমতি পেলে এই যুগল মন্দিরে প্রবেশের। তারা বিয়ের পর একটিবার দুটি নয় মোট তিনটি রিসেপশন পার্টি দিতে চলেছেন। দিল্লিতে রাঘবের জন্ম। দিল্লিতে সরাসরি ভাবে না দিলেও গুরু গ্রামের এক বিলাসবহুল হোটেলে রিসেপশন পার্টি দিতে চলেছেন।
অনেকেই তাদের এই কাণ্ডের জন্য কটাক্ষ করে লিখেছেন যত নিয়ম সব সাধারন মানুষদের জন্য, আবার কেউ লিখেছেন যত ঢং চটি পড়ে কেউ মন্দিরে ঢোকে নাকি। যদিও এই প্রসঙ্গে পরিনীতি বা রাঘব কেউই কোন মন্তব্য করেননি।