একদিকে যখন শনিবার শাহরুখ আস্ক এসআরকে সেশনে ব্যস্ত ঠিক তখনই মন্নতের সিংহদুয়ারে চলছে চূড়ান্ত বিক্ষোভ। আর সেই ক্ষুব্ধ ভিড়ের অভিযোগ কিং খান যুব প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিচ্ছেন। বিক্ষোভের জেরি এমন চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে প্রশাসন পুলিশ মোতায়ন করতে বাধ্য হয়েছেন।
কিন্তু শাহরুখ খানের বিরুদ্ধে কেন এমন মারাত্মক অভিযোগ? আসলে জাওয়ান হিরো সম্প্রতি একটি গেম অ্যাপের বিজ্ঞাপন করেছেন। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন ব্যক্তিত্ব হয়েও নতুন প্রজন্ম কি এমন গেমিং আপনার দিকে কিভাবে ঠেলে দিতে পারেন তা নিয়েই উঠছে প্রশ্ন। অন্টাস ইউথ ফাউন্ডেশনের সদস্যরা তারপরে বিক্ষোভ শুরু করেন মন্নতের সামনে।
এই সংস্থাটা দাবি করেছেন আন্তর্জাতিক তারকারা এই মুহূর্তে রামি রুপির মতন ইয়েমেন অ্যাপ গুলো এড দেয়া বন্ধ করুক। এই সমস্ত অ্যাপ এর জন্য যুব সমাজ বেটিংয়ের দিকে ঝুঁকে পড়ছে। জুয়া খেলার জন্য নানান ধরনের অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। খুবই বেয়াইনি এই সমস্ত কাজ। গুগালে কোথাও খুঁজলেও এই সমস্ত অ্যাপের হদিস পাওয়া যায় না। এদের আলাদা সাইট থাকে।