জাতীয় পুরস্কার পেলেন আল্লু আর্জুন প্রথম তেলেগু অভিনেতা হিসাবে। অভিনেতার নাম ঘোষণা হলে তিনি পুষ্পা খ্যাত পরিচাল সুকুমারকে জড়িয়ে আবেগে মিশে গেলেন। অভিনেতার বাড়িতে বৃহস্পতিবার এর রাত থেকে উদযাপন চলছে। একদিকে যেমন আলুর চোখে আনন্দ অশ্রু, শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার লড়াইয়ে অভিনেতা অনুপমের মুখে আক্ষেপের সুর।
২০২৩ এ ৬৯ তম চলচ্চিত্র জাতীয় পুরস্কার উৎসবে দা কাশ্মীর ফাইলস প্রশংসিত হয়েছে বিশেষভাবে। জাতীয় সংহতি রক্ষার জন্য নার্গিস দত্ত জাতীয় পুরস্কার জিতে নিয়েছেন। অভিনেতা অনুপম খুশি তার নিজের ছবি দা কাশ্মীর ফাইলস জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছে বলে। তিনি জানান তিনি খুবই খুশি তার পুরো টিমের জন্য কিন্তু অভিনেতা হিসাবে তার এটাই শ্রেষ্ঠ অভিনয় ছিল।
তার মতে যদি সবটা পেয়ে যাওয়া হয় তাহলে পরের বারের জন্য আর উৎসাহ থাকে না। তিনি পরের বারের জন্য অপেক্ষা করে রইলেন। যদিওতা কাশ্মীর পাইলসে শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন পরিচালক বিবেক আগ্নেয়তের স্ত্রী পল্লবী জোশি। ২০২২ সালে তৃতীয় সর্বোচ্চ আয়কারি সিনেমা ছিল দ্যা কাশ্মীর ফাইলস।