যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর ডাক দিয়ে বিজেপি তরফ থেকে মিছিল ডাকা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের দিকে যুব মোর্চার তরফ থেকে শুক্রবার সেই মিছিল থেকে জুতো দেখানো হয়। আবার সেই মিছিলে শোনা গেল গলি মারো শালোকো ওপর স্লোগান। প্রতিবাদের তরফ থেকে এমন ব্যবহারে সরব হয়েছে সিপিএম তৃণমূল এবং কংগ্রেস।
এই দিন মিছিলে বিজেপির শুভেন্দু অধিকারী এবং একাধিক নেতারা প্রথম সারিতে ছিলেন। এর আগেই শুভেন্দু আশার মেয়ে তার দিকে যে কালো পতাকা দেখানো হয়েছিল সেই নিয়ে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। তবে এই প্রসঙ্গে শুভেন্দু বলেছে তাদের ছেলেরা ভালো জুতো যদি দেখায়, তাহলে যাদবপুরে ছেলেরাই দেখিয়েছে।
ছাত্র-মৃত্যু ভিযোগে এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস করার জন্য বিরোধীদল বিজেপি মিছিল ডেকেছিল গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। কিন্তু সেই মিছিলে বেশিরভাগটাই ছিল সিপিএম এবং মার্কসবাদী নেতাদের বিরুদ্ধে প্লেকার্ড। ছাত্র-মৃত্যু বা রাগী মুক্ত ক্যাম্পাসের দাবি কার যত উধাও তার জায়গায় রীতিমতো জুতো গুলি করে মারার অভিযোগ শোনা যায়।