চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখে ভারত ইতিহাস তৈরি করেছে। চাঁদের মাটিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে চন্দ্রযান তিন এর বিক্রম এবং রোভার বিজ্ঞান। চাঁদের দুর্গম কুমেরুতে মহাকাশযান পাঠিয়ে নজর করল এই প্রথম ভারত। এর আগেও একাধিক মহাকাশযান চাঁদের মাটিতে গিয়েছে। বহু মানুষ পা রেখেছে চাঁদের মাটিতে।
তারা শুধু পা দেয়নি ছেড়ে এসেছে বহু স্মৃতি চাঁদের মাটিতে। চাঁদের মাটিতে পড়ে আছে বহু মহাকাশ জানের যন্ত্রাংশ লেন্ডার রোভার মহাকাশযান ইত্যাদি। এছাড়াও মহাকাশচারীরা বহু জিনিস অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেলে এসেছেন আবার কিছু জিনিস ইচ্ছা করেই।
মহাকাশচারীদের ফেলে আসা স্মৃতির মধ্যে অন্যতম হলো মল পতাকা গলফ বল পরিবারের ছবি। এই সমস্ত অদ্ভুত জিনিস দেখা যাবে চাঁদে গেলে তার মধ্যে বেশির বাঘটাই আমেরিকার অ্যাপেলো মহাকাশযান যখন গিয়েছিল তাদের। অ্যাপেলো মহাকালের পরে প্রায় ২ লক্ষ এরও বেশি আবর্জনা জমা হয়েছে চাঁদে। মল ভর্তি ব্যাগ পড়ে রয়েছে প্রায় ৯৬ টি। অলড্রিন ছিলেন দ্বিতীয় ব্যক্তি যার প্রস্রাব চাঁদের মাটিতে পড়েছিল।