চলতি বছরে বড় বাজেটের মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে একটি হলো ওম রাউত পরিচালিত আদিপুরুষ। প্রভাস এবং কৃতি সানন অভিনীত এই ছবিতে খরচ হয়েছিল ৭০০ কোটি টাকা। গল্প যতনা ছিল তার চেয়েও বেশি ছিল অত্যাধুনিক প্রযুক্তির ভিড়। আদিপুরুষ মুক্তির আগে যেভাবে বিতর্ক ছেকে ধরেছিল তাতে মনে হয়েছিল মুক্তির পরে বেশ বড়সড় একটা সাফল্য লাভ করবে কিন্তু তার সিংহভাগও হয়নি।
ভারত ২৩ আগস্ট চাঁদে পা রেখেছে। ভারত গোটা বিশ্বে এক নজির গড়েছে। সেই মিশনে বাজেটের অংক ছিল ৬১৫ কোটি টাকা যেখানে যা আদিপুরুষের প্রায় ১০০ কোটি টাকা কম। ইসরোর আগের দুই চন্দ্র অভিযানের থেকেও কম খরচে এসেছে এই অবিস্মরণীয় সাফল্য।
আরে এতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে নেট নাগরিকরা। আদি পুরুষের ৭শ কোটি টাকা খরচ করে যে কিছু লাভ হয়নি তা নিয়ে ইতিমধ্যে সমাজ মাধ্যমের চর্চা হয়ে গিয়েছে এবারে বলা হচ্ছে স্বঘোষিত তারকাদের পিছনে খরচা না করে বিজ্ঞানীদের পিছনে খরচা করলে দেশের উন্নতি হবে। অনেকে আবার বলছে এই দেশের নায়ক নায়িকাদের কেন এত প্রাধান্য দেওয়া হয়।