সবে চাঁদের মাটি ছুঁয়েছে ভারত আর তাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুর অর্থাৎ পর্যটন কেন্দ্র গড়ার কথা ভাবছেন। চন্দ্রযান তিনের সাফল্যে প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন আসছে প্রজন্ম চাঁদে পর্যটনের চিন্তাভাবনা করতে পারবে।
বুধবার ভারতীয় সন্ধ্যা অনুযায়ী ছটা চার মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করেছে। শেষ এক কিলোমিটারে ইসরো সঙ্গে যুক্ত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রথম দিকে তার মুখেও বাকি ভারতীয়দের মতো উদ্বেগ দেখা যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে হাসি ফোটে। বিক্রম চাঁদের মাটিতে অবতরণের পরেই তিনি হাততালি দিয়ে ওঠেন এবং পরে তাকে ভারতের পতাকা হাতে দোলাতে দেখা যায়।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন ভারতের শিশুদের মায়েরা সবসময় বলে এসেছে চাঁদ কত দূরে তার বিশ্বাস আগামী প্রজন্ম জানবে চাঁদে পর্যটন কেন্দ্র আছে। চন্দ্রযান ৩ এর যাত্রা শুরু হয়েছিল চন্দ্রযান ২ এর ব্যর্থতার কথা মাথায় রেখেই। বুধবার শেষ বেলায় এসে ইসরয়ে ছিল জমাট বাধা উৎকণ্ঠা সকলের মধ্যে।