বলিউড ইন্ডাস্ট্রিতে অন্যতম হলেন কপূর পরিবার। নিঃসন্দেহে তাদের বলিউডে অবদান অনস্বীকার্য। পৃথ্বীরাজ কাপুর থেকে শুরু করে বংশ পরম্পরায় রাজ কাপুর শাম্মি কাপুর শশী কাপুর এক উপহার দিয়ে এসেছেন। তারপর এই ঋষি কাপুরের মতন অভিনেতায় বেশ প্রসিদ্ধ হয়েছে কাপুর পরিবার। তবে অভিনয়ের দিক থেকে সাফল্য পেলেও শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দ্বাদশের বেশি কেউই নয়।
জনসমক্ষে পরিবারের এই আক্ষেপের কথা জানিয়েছিলেন রণবীর কাপুর। তবে কাপুড় পরিবারের এই দুর্নাম ঘোচালেন শাম্মী কাপুরের ছেলে আদিত্য রাজ কাপুর। তিনি স্নাতক কর পাশ করলে ৬৭ বছর বয়সে। বংশের ধারা বজায় রাখতে আদিত্য এক সময় বলিউডে পা রেখেছিলেন কিন্তু তাতে তার সাফল্য খুব একটা আসেনি। এক সাক্ষাৎকার আদিত্য জানিয়েছেন ছোটবেলায় তার সবরকম সুবিধা থাকার সত্বেও তিনি পড়াশোনা করেননি।
তাই এখন এসে কোথাও যেন একটা তার শূন্যতা অনুভব হচ্ছে। সেই জন্যই তিনি তার 61 বছর বয়সে ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে দর্শনে অনার্স পড়লেন। স্নাতকোত্তরের সেই শংসাপত্র তিনি সমাজ মাধ্যমের পাতায় তার অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। এতে সাহায্য করেছে তার মেয়ে তুলসী। তবে তিনি এই স্নাতকোত্তর করেই থেমে থাকতে চান না আরো পড়াশোনা করতে চান।