পঞ্চমী ধারাবাহিকটিতে চিত্রা চায় অশুভ শক্তির জন্ম দিতে।চিত্রাও তার মেয়ে রাত্রি সংকটে পড়েছে সবাই মন্দিরের দিকেই আসছে দেখে। তখনই রাত্রি বলে সে সাপ হয়ে যেন লুকিয়ে পড়ে তখন চিত্রা তার জন্য বলে সে কিভাবে বাঁচবে। তখন রাত্রি বলে সে নিজেরটা ঠিক বুঝে নেবে। বলেই নিজের অশুভ শক্তিকে কাজে লাগাতে শুরু করল রাত্রি।
পঞ্চমী বরফ নদীতে আটকে গিয়েছে, সে কিছুতেই তারক এর কাছে যেতে পারছে না। নাগ পঞ্চমী বুঝতে পারছে না আবারও কেউ যাদু বলে তাকে এইভাবে আটকে দিচ্ছে কিনা সে কিভাবে তারকের কাছে যাবে বুঝতেই পারছে না।
এবারে পঞ্চমীতে নতুন রূপে আসছে পঞ্চমী। তাকে আমরা দেখতে পাবো নতুন এক অবতার এ। কি হতে চলেছে পঞ্চমী ধারাবাহয় কে দেখতে হলে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত সাড়ে আটটায়।