ভারত

চন্দ্রযান-২ এর ব্যর্থতা থেকে চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণ: যেভাবে তৈরী হল ইতিহাস

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) ইতিহাস সৃষ্টি করলো আজ। সফলভাবে চাঁদে অবতরণ করলো চন্দ্রযান-৩ । ২০১৯ সালে চন্দ্রযান-২ এর ব্যর্থতার পর প্রথমবারের মতো চাঁদে একটি ভারতীয় মহাকাশযান অবতরণ করেছে। চন্দ্রযান-৩ একটি রোভার এবং একটি ল্যান্ডার নিয়ে গঠিত। রোভারটি চাঁদের পৃষ্ঠে ছয় চাকার উপরে চলতে পারে এবং এটি চাঁদের পৃষ্ঠের নমুনা সংগ্রহ করতে সক্ষম। ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে একটি বেস ক্যাম্প স্থাপন করতে পারে এবং এটি রোভারকে চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে সহায়তা করতে পারে।

চন্দ্রযান-৩ এর সফল অবতরণ ভারতের জন্য একটি বড় সাফল্য, কারণ এটি ভারতকে বিশ্বের কেবলমাত্র চতুর্থ দেশ করে তোলে যারা চাঁদে একটি সফল রোভার অবতরণ করিয়েছে। একই সঙ্গে পৃথিবীর ইতিহাসে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের কুমেরু অঞ্চলের নিজেদের রোভার অবতরণ করাতে পারল।

২০১৯ সালে চন্দ্রযান-২ এর ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করার সময় ইসরোর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি পাহাড়ে আঘাতপ্রাপ্ত হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চন্দ্রযান-২ এর ল্যান্ডারের ব্যর্থতা একটি বড় হতাশা ছিল ইসরোর জন্য। তবে পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইসরো। যার ফলস্বরূপ আজ ইতিহাস সৃষ্টি করতে পারলো ভারত। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “চন্দ্রযান-৩ এর সফল অবতরণ ভারতের মহাকাশ প্রোগ্রামের জন্য একটি বড় মাইলস্টোন। আগামী দিনে মহাকাশ অভিযানে ভারত আরও অগ্রগতি করবে। আমরা গোটা বিশ্বের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.