২৪ এর লোকসভা ভোটকে সামনে রেখে একদিকে রয়েছে সব বৃষ্টি দলের এনবিএ জোট এবং অপরদিকে রয়েছে 38 টি দলের শরীক এনডিএ। লক্ষ্য শুধুমাত্র একটাই দিল্লিতে ক্ষমতা বদল। কখন ভোট কৌশলী তথা একদা নীতিসকুমারের ঘনিষ্ঠ প্রশান্ত কিশোরের মতে ইন্ডিয়া জোটকে নিয়ে তিনি ভবিষ্যতে খুব একটা আশার আলো দেখছেন না।
এই প্রশান্ত কিশোরের রাজনৈতিক কার্যকলাপ সম্পূর্ণ অন্যরকম। শুভ তার সম্পূর্ণই নখ দর্পণে ভারতেরই রাজনৈতিক স্ট্র্যাটেজি। ঠিক সেই কারণেই তিনি ভোট কৌশলী হিসেবে এখনো পর্যন্ত সফল। বিহারের নিতীশ কুমারের দলের সরকার প্রতিষ্ঠা দিল্লিতে আপ এবং বঙ্গের তৃণমূল সরকারের ক্ষমতা ধরে রাখার নেপথ্যে রয়েছে এই প্রশান্ত।
কিন্তু হঠাৎ পরী তার মুখে শোনা গেল ইন্ডিয়া নামে সতর্কবাণী। উল্লেখ্য ২০২১ সালের বঙ্গের তৃণমূল সরকারের কৌশল ধরে রাখার জন্য দিদিকে বল বাংলার গর্ভ মমতা ব্যাপক সাফল্য লাভ করেছিল। এর নেপথ্যে রয়েছে প্রশান্ত কুমারের নীতি। বলাই বাহুল্য ইন্ডিয়া জোট নিয়ে এমন গুরুতর বাণী খুবই গুরুত্বপূর্ণ।