চলতি বছরের শিরোনামে সানি দেওয়ল। তার সৌজন্যে রয়েছে গদর টু এর। ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওয়াল এবং আমিশা অভিনীত ছবি গদর। তা দর্শকদের মন জিতে নিয়েছিল। প্রায় ২২ বছর পরে আবারো মুক্তি পেল গদর টু। এই ছবি দ্বিতীয় শুক্রবারে 300 কোটির ঘরে পা রেখেছে। খানদের টপকে গিয়েছেন সানি। খবর এবারে বদরপুরের পর বর্ডার টু এ কাজ করতে চলেছেন সানি।
ফের জুটি বাঁধতে চলেছেন বর্ডার টু এর পরিচালক জেপি দত্তের সঙ্গে সানি। বর্ডার টু ছবির চিত্রনাট্য বাধা হচ্ছে ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে। শোনা যাচ্ছে নির্মাতারা এই বর্ডার টু নিয়ে বিস্তার ভাবনা চিন্তা করছেন। গদর টু ছবির সাফল্যের পর এবারে বর্ডার টু এর জন্য রাজি হয়েছেন সানি। ছবির প্রেক্ষাপট চূড়ান্ত হওয়ার পরে ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হবে।
সূত্র মারফত খবর জেপি দত্ত ও নিধি দত্তের প্রযোজনায় তৈরি হতে চলেছে বর্ডার টু। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত বর্ডার ছবিতে সানি দেওয়ল ছাড়া অভিনয় করেছিলেন সুনীল শেট্টি জ্যাকি শ্রফের মতন অভিনেতা রাও। কোন কোন অভিনেতাদের দেখা যাবে বর্ডার টুতে? জানা গিয়েছে নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে কাস্ট হতে চলেছে বর্ডার টু ছবিটি।