ইতিমধ্যে যাদবপুর কান্ড নিয়ে তুলকালাম তার মধ্যেই আচার্য নিয়োগ করলেন রাজ্যপাল। অস্থায়ী উপাচার্য হিসেবে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব সাউকে দায়িত্ব দেওয়া হয়েছে। গণিতের অধ্যাপক। সুরঞ্জন দাস গত ৩১ শে মে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পথ থেকে ইস্তফা দিয়েছেন।
অস্থায়ী উপাচার্য হিসেবে ইঞ্জিনিয়ারিং বিভাগে অমিতাভ দত্তকে নেওয়া হয়েছিল কিন্তু তিনিও ৪ আগস্ট ইস্তফা দেন। এর ফল সড়ক যাদবপুর উপাচার্যহীন হয়েছিল। এইসবের মধ্যে গত ৯ আগস্ট মেইন হোস্টেলের তিন তলার বারান্দা থেকে এক ছাত্রের পড়ে মৃত্যু হয়। আর এই আবহাওয়াতেই উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল।
সিনিয়রদের বিরুদ্ধে হোস্টেলে রেগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যর্থতার জন্য শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকেই দায়ী করেছেন। গুরুত্বের বিচারে উপাচার্যের একধাপ পিছিয়ে রেজিস্টার। শনিবার বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ হল।