বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার মিছিলেও। বর্তমান বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী এবং যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ এর বিরুদ্ধে রাস্তায় প্রাক্তন জেলা সভাপতি কে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। সমালোচনা ঝড় ওঠে বৃহস্পতিবার এই ভিডিও ভাইরাল হতেই। কুলুপ এটেছেন মুখে সকলে প্রবল অস্বস্তিতে বিজেপির নেতৃত্ব।
বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি আলোক চক্রবর্তী এই ঘটনায় জেলার সভাপতি বাপি গোস্বামীকে বিঁধতে ছাড়েন নি। আবার এই ঘটনার বিষয় নিজেকে জড়াতে না চেয়ে দুই নেতার ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে গিয়েছেন জলপাইগুড়ি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়। বিজেপি ধুপগুড়ির উপ নির্বাচনে ২০২১ সালের পুলওয়ামায় হওয়া হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় কে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন বিজেপিরা রীতিমতো ঢাকপিটিয়ে মিছিল করে। প্রাক্তন জেলা সহ-সভাপতি আলোক চক্রবর্তী প্রার্থীর পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েই বাপি গোস্বামী প্রথমে তাকে ধাক্কা মেরে ফেলে দেন। পরে অভিযোগ তাকে লাথি মারতে থাকেন। রাস্তার মধ্যেই পড়ে থাকেন আলোক চক্রবর্তী। খুব আকস্মিকভাবে হতবাক হয়েছেন পথচারীরা।