স্টার জলসার রামপ্রসাদ ধারাবাহিকটি সম্পূর্ণ অন্যরকম।রামপ্রসাদ তার পরিবারকে জানালো তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মিত্র মশাই বুঝতে পেরেছে যে রামপ্রসাদকে ওই হিসেবের খাতায় বেঁধে রাখা যাবে না রামপ্রসাদ জানায় এতে তার সাপে বর হয়েছে।
সেও আর পেরে উঠছিল না ওই হিসেবের খাতায় নিজেকে বেঁধে রাখতে তার সংসারের জন্য সে কি জোগাড় করে নিতে পারবে জানায়।রামপ্রসাদ সবকিছুর জন্যই মাকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। তারপরই রাজলক্ষ্মী এসেছে রামপ্রসাদের কাছে আর বলছে সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। তাই সে প্রায়শ্চিত্ত করতে চায়। কিন্তু রামপ্রসাদ বলে তার এই জোর করে প্রায়শ্চিত্ত করাটা যেন মনে হচ্ছে লোক দেখানি। আর মন থেকে যখন আসবে তখনই যেন সে করে।
রামপ্রসাদের মেয়ে হয়েছে সাত মাসেই। আর রামপ্রসাদের বাবা তার নাম রেখেছে পরমেশ্বরী। বাড়ির সবাই খুবই খুশি রামপ্রসাদের মেয়েকে নিয়ে। কিন্তু রামপ্রসাদের বড় মা ভাবছে ন দশ মাসের আগে বাচ্চা তো হয় না তাহলে সাত মাসেই রামপ্রসাদের মেয়ে কিভাবে হয়ে গেল।