অন্যতম এক স্মরণীয় সম্পদ বাংলা ছবির ইতিহাসে। সত্যি বলতে গেলে বাঙালির গর্বও বটে সত্যজিৎ রায়ের নায়ক। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত এই নায়কের মূল ভূমিকার অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং শর্মিলা ঠাকুর। সেই চড়াই উৎরায় কে এক রেল যাত্রার মোড়কে পরিবেশন করেছিলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় পরিচালিত এবং আরডি বনসল প্রযোজিত এই চিত্রনাট্যের স্বত্বের অধিকার কার? প্রযোজক সংস্থা এই প্রশ্ন তুলে আদালতের দারস্ত হয়েছিল।
দিল্লি আদালতের সিঙ্গেল ব্যঞ্জন চলতি বছরের মে মাসে এই রায়ের ঘোষণা করে। তারা জানান এই স্বত্বের অধিকার সত্যজিৎ রায়ের। বৃহস্পতিবার সিঙ্গেল বেঞ্চের এই রায়কে সম্মতি জানিয়েছে ডিভিশন বেঞ্চ। সম্প্রতি একটি প্রকাশনা সংস্থা হারপাল কলিনস নায়ক ছবির চিত্রনাট্যের ভিত্তিতে ১২ চট্টোপাধ্যায় লেখা একটি উপন্যাস প্রকাশ করেছে। তারাই জানে নায়ক ছবিতে সত্যজিৎ রায় চিত্র নাট্যকার হলেও তারা প্রযোজন হিসাবে স্বত্বাধিকার আছে।
তারপরে আদালতে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় এবং সোসাইটির অনুমতি পত্র জমা দেওয়া হয়। দিল্লি আদালত জানায় নায়ক গল্পের লেখক এবং চিত্রনাট্যকার হিসাবে সত্যজিৎ রায়ের অবদান এসব এক্ষেত্রে প্রযোজনা সংস্থার কোন অবদান নেই।। তাই এখন তার অবর্তমানে সেই অধিকার যায় তার পুত্র সন্দীপ রায় এবং রে সোসাইটির কাছে।