এবারে কংগ্রেসের মাঠে নামতে পারে তেলেঙ্গানার মসনদ দখল করতে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন। প্রাক্তন সাংসদ আজহারউদ্দিন জানিয়েছেন তিনি আসন্ন বিধানসভা ভোটে রাজধানী হায়দ্রাবাদের কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,” পরিস্থিতি আমাদের অনুকূলে। তেলেঙ্গানার জনগণ কংগ্রেসকে চাইছে। আমাদের পরিশ্রম করতে হবে।”
তুই তারপরে আজহারউদ্দিন বলেন হায়দ্রাবাদ থেকে তিনি বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রায় দূরদর্শন কাজে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি কংগ্রেসের টিকিটের দুবার ভোটে লড়েছেন। আজহারউদ্দিন ২০০৯ সালে মুরাদাবাদ লোকসভা আসনে তিনি ভোটে জিতেছিলেন। কিন্তু ২০১৪ সালে তিনি রাজস্থানের মাধবপুর লোকসভা আসনে হেরে যান।
২০১৮ সালে আজহারউদ্দিনকে তেলেঙ্গানা প্রদেশের কংগ্রেসের কার্য বাহিনীর দায়িত্ব সামলাতে দেওয়া হয়। কিন্তু জল্পনা ছিল সে বছরের বিধানসভা ভোটে তিনি হায়দ্রাবাদের লড়বেন কিন্তু তা সত্যি হয়নি। কিন্তু চলতি বছরে তিনি এখান থেকে ভোটে লড়তে চলেছেন।