ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অহংকার। এর ওপরের পরীটির কথা অনেকেই জানেন। ভিক্টোরিয়ার গম্বুজের উপরের রয়েছে একটি পারদ পূর্ণ ব্রোঞ্জের গ্লোব, তার উপরেই রয়েছে ছয়-সাড়ে ছয় টন ওজনের এই পরীটি, একসময় জোরে হাওয়া দিলে ঘুরত সেটি।
একসময়ে বিষয়টি নিয়ে নানা গুজব ঘুরত শহর কলকাতায়, কথিত ছিল, “এটি নাকি ইংরেজদের চর, চারিদিক ঘুরে কলকাতাবাসীর উপর নজর রাখছে”। তবে এসব এখন ইতিহাস, পরীও আর ঘোরে না। সম্প্রতি, জনৈক ব্যক্তির সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে জিজ্ঞাসা করেন পরী কী এখনও ঘোরে?
ছবি দুটি যথাক্রমে ৮ তারিখ এবং ১৭ তারিখে এস এস কে এম হাসপাতালের একই জানলা থেকে তোলা, ছবি দুটিতে পরীকে সম্পূর্ণ বিপরীত দিকে মুখ করে থাকতে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে নেটিজেনদের মধ্যে। তবে পরীটি সত্যিই ঘুরেছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।