যে কোনো রকম ছবি তৈরি প্রক্রিয়া থেকে শুরু করে সেটাকে পেক্ষাগৃহ পর্যন্ত নিয়ে যাওয়া একটা লম্বা সময়। তার সঙ্গে বিস্তার ঝুঁকিও থাকে। সঠিক প্রযোজক এবং ছবিটি বিক্রির জন্য রাখতে হয় একটি জনসংযোগ টিম। এই গোটা বিষয়টি যদি কোথাও খামতি থাকে তাহলে পুরো বইটাই যেন অর্থহীন হয়ে পড়ে। এবারে সেইসব প্রক্রিয়া ছাড়াই নিজের ছবিকে মানুষের কাছে পৌঁছে দিতে এক নতুন পন্থা অবলম্বন করেছেন হেমন্ত তেওয়ারি।
বিহারের ছেলে হেমন্ত তিওয়ারি সাদাকালো তে একটি ছবি তৈরি করেছেন যার নাম লোমার। এক ঘন্টা ৪০ মিনিট এই ছবি শুটিংয়ের জন্য কোনোরকম কাট হয়নি। ছবি তৈরির পর তার বিশাল টাকা বরাদ্দ থাকে ছবির পরিচালকদের। ডিস্ট্রিবিউটার এমনকি হল মালিকদের সাথেও কথা বলতে হয়। তবে এক্ষেত্রে পুরোটাই করেছেন হেমন্ত নিজেই।
দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি নিজেই তার ছবি প্রচার চালাচ্ছেন। আরব সাগর পেরিয়ে এসে কলকাতায় মেট্রো স্টেশনে গলা ফাটিয়ে তিনি ছবি প্রচার চালাচ্ছেন জোর কদমে। কলকাতার একটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। তিনি জানান তাকে প্রথমে দেখে অনেকেই হাসাহাসি করতেন। কিন্তু এখন তাকে দেখলে অনেকে সম্মান জানান।