ইতি ঘটলো দীর্ঘ ২ দশকের নিষেধাজ্ঞার। মনিপুরে ফিরল হিন্দি ছবি ৭৭ তম স্বাধীনতা দিবসে। মনিপুরের চূড়া চাঁদপুর জেলায় মঙ্গলবার একটি অস্থায়ী ওপেন থিয়েটারে দেখানো হল ভিকি কৌশল অভিনীত উরি দা সার্জিক্যাল স্ট্রাইক। তোমার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে এই ছবির আয়োজন করা হয়েছিল।
গত ২৩ বছর ধরে বন্ধ মনিপুরে হিন্দি সিনেমার প্রদর্শন। ২০০০ সালের সেপ্টেম্বরে নিষিদ্ধ পিপলস আর্মির রাজনৈতিক শাখা the revolutionary peoples front মনে পড়ে হিন্দি ছবির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেন। ১৯৯৮ সালে করন জোহর পরিচালিত কুচকুচ হোতা হে শাহরুখ খান এবং কাজল অভিনীত ছবিটি শেষবারের জন্য প্রদর্শন হয়েছিল। তারপর আমি ২৫ বছর পরে আবারো হিন্দি ছবি জায়গা পেল।
মনিপুরের গত মে মাস থেকে গোষ্ঠী সংঘর্ষের জেরবার। ভারতের উত্তর-পূর্ব এই রাজ্য এখন সংখ্যাগরিষ্ঠ মেইতেই গোষ্ঠী এবং কুকি উপজাতি সংঘর্ষে রক্তাক্ত হয়েছে। সরকারি হিসেবে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ১৬০। হিংসার জেরে প্রায় 60000 মানুষ ঘর ছাড়া।