দশ দিন আগেই সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়ায় সাংসদ পথ ফিরে পেয়েছেন। কেরালার ওইনার এর সংসদ রাহুল গান্ধী প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন। এ কথা জানানো হয়েছে লোকসভার সচিবালয় বুলেটিনে। সাড়ে চার মাস আগে মোদী বিপদবী মামলায় রাহুল গান্ধী প্রতিরক্ষা বিষয়ক সংসদীয়পদ খুইয়েছিলেন।
লোকসভার সবিচালয়ের বুলেটিনে রাহুলের পাশাপাশি পাঞ্জাবির জলন্ধরের নবনির্বাচিত আপ সংসদ সুশীল কুমার রিঙ্কু কেও সংসদীয় স্থানীয় পদ দেওয়ার কথা জানানো হয়েছিল। গত ৪ আগস্ট রাহুলের শাস্তি স্থগিত করা হয়েছিল। তা ঠিক ৪৮ ঘন্টা পরেই অর্থাৎ ৭ আগস্ট লোকসভা স্পিকার রাহুলকে তার পদ ফিরিয়ে দিয়েছিলেন।
সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল। আদালতের বিচারক দু বছরের জন্য তাকে কারাধনের দণ্ডিত করেছিল। সেই শাস্তির জন্যই রাহুলের সাংসদ পদ খারিজ হয়েছিল।