ভারত

ধুপগুড়ির উপনির্বাচনে ৪০ জন তারকা প্রচারক! এছাড়াও আসবেন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা

সামান্য একটি কেন্দ্রের নির্বাচন। তাও আবার আগের বারের যে তাই আসন। কিন্তু তার জন্যই ৪০ জন তারকা প্রচারকে নাম প্রকাশ করল বিজেপি রাজ্য সভাপতি বিজেপি দলনেতা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় পদাধিকারী হেন কেউ নেই সেই তালিকায়। এই তারকা মহল দেখে রাজনৈতিক মহল ভয় পেয়ে জানাচ্ছেন ভয়ংকর কিছু হতে চলেছে ধুপগুড়িতে।

গত ২৫ শে জুলাই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় প্রয়াত হন। সেই কারণে ওখানে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। গেরুয়া শিবির কেন্দ্রীয় প্রার্থী নির্বাচনে দিয়েছেন। পুলওয়ামার হত্যাকাণ্ডে নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায় কে প্রার্থী করেছেন। ৩২ বছরের এই তাপসী রায়ের একটি শিশু সন্তানও আছে।

৪০ জনের এই তারকা প্রচারকদের মামলায় একদিকে যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ রায় তেমনি আবার অন্যদিকে রয়েছে অমিত মালবঅ্যা সুনীল বংশল মঙ্গল পান্ডের মতন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। মিঠুন চক্রবর্তীর লকেট চট্টোপাধ্যায় এর মতন তারকারাও রয়েছেন এই প্রচারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.