জম্বু কাশ্মীরের নানা জায়গায় স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উড়ছে। পদযাত্রা হয়েছে রাস্তায় রাস্তায়। এই ঘটনায় উচ্ছ্বাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি এন কোটেশ্বর সিংহ। প্রধান বিচারপতি বলেন শ্রীনগরের জাতীয় পতাকা দেখে তার মন সত্যিই খুবই ভালো।
জম্মু-কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি লালাচক পদযাত্রা অংশগ্রহণ করেছে এলেন স্বাধীনতা দিবস উপলক্ষে। যে ধরনের কার্যকলাপ হচ্ছে তাতে তিনি আশা করছেন ভবিষ্যতে ভালো দিকেও এগোচ্ছে। উপত্যকা এখন প্রচুর পর্যটক এসেছেন। তাদের ভিড় লেগেই রয়েছে, নির্ভয় ভাবে জম্মু-কাশ্মীরে তারা ঘুরছেন ভালো মনে বাড়ি ফিরেছেন।
স্বাধীনতা দিবস মানে আমরা সকলে দেখে এসেছি জম্মু-কাশ্মীরে খুব কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পালন হয়। এমনকি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের দিনও অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পড়া নিরাপত্তা থাকতো। এবারে জম্মু-কাশ্মীর উপর তাকায় অন্যরকম চিত্র দেখা গিয়েছে।