পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় বারে বারেই বাস্তব জীবনের ঘটনা তুলে ধরার চেষ্টা করেন। ২০২৩ সালের পুজোতে এমনই এক ধরনের গল্প সাজিয়ে এনেছেন। ২০১৪ সালের ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগরে বিস্ফোরণ ঘটে। আর তার প্রেক্ষাপটেই তৈরি হতে চলেছে পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি রক্তবীজ।
অভিনয় করছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় দুজনেই রয়েছেন পুলিশ অফিসার এর বেশে। পোস্টার দেখে যা স্পষ্ট পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকদের মনে যেমন উত্তেজনা বেড়েছে ঠিক তেমনই উত্তেজনা চোখে পড়েছে আবির এবং মিমির চোখেও। সাধারণত নন্দিতা শিবপ্রসাদ রাজনৈতিক ঘরানার কোনো ছবি প্রকাশ করেন না। তাদের বেশিরভাগ ছবি ফ্যামিলি ড্রামাটি ধরণের হয়।
এছাড়াও পুজোয় রক্তবীজ ছাড়াও মুক্তি পাচ্ছে একগুচ্ছ বাংলা ছবি। জঙ্গলে মিতিন মাসি, দেবের বাঘাযতীন, সৃজিৎ মুখোপাধ্যায়ের দশম অবতার। দেবের সঙ্গে বাঘের লড়াই এর এক ঝলকও মিলেছে। তাই দর্শকরা বেশ উত্তেজিত দেবের এই বাঘাযতীন ছবিকে ঘিরে।