অভিনেতা অক্ষয় কুমার ৭৭ তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন। অভিনেতা তার এই সুখবর টুইটার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। অক্ষয় সহ একাধিক তারকার বিদেশী নাগরিকত্ব আছে। সেই তালিকায় আলিয়া ভাট দীপিকা পাড়ুকোন ক্যাটরিনা ক্যাপসহ রয়েছেন আরো অনেকেই। কানাডা থেকে দেয়া হয়েছিল অক্ষয়কে সান্মানিক নাগরিকত্ব। আইন অনুযায়ী একজন মানুষ দূই দেশে নাগরিকত্ব রাখতে পারেন না।
যদিও সেক্ষেত্রে শোনা গিয়েছিল অভিনেতায় বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। কিন্তু স্বাধীনতার দিন তিনি বিদেশী নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন। অক্ষয় কুমারের জানান তোর মন এবং ও নাগরিকত্ব দুটোই। ভারতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। 2019 সালে অভিনেতা জানিয়েছিলেন তিনি বিদেশে নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবেন কিন্তু করো না এসে যাওয়ায় সেই প্রক্রিয়া চার বছর দেরি হল।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের ওএমজি টু যা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছিল কিন্তু পরীক্ষার গৃহে মুক্তি পাওয়ার পরেই ইতিবাচক সাড়া মিলেছে। আমার একই দিনে মুক্তি পেয়েছে সানি দেওয়লের গদর টু অর্থাৎ এবং সানির লড়াই হাড্ডাহাড্ডি। তাতে এগিয়ে অবশ্য কিছুটা অক্ষয়।