ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজে কৃত্রিম বুদ্ধি প্রয়োগ করায় হলিউডের এই নিয়ে আন্দোলন চলছে। আর এই আন্দোলনের যে হলিউডের প্রায় স্তব্ধ সমস্ত ছবিগুলির মুক্তি। প্রায় ৬ দশক পরে এমন ধরনের আন্দোলন দেখল হলিউড বাসে। অবশ্যই ইতিমধ্যে এ আই এর ব্যবহারের প্রয়োগ ও সম্ভাবনা কৌশলী প্রকাশ করেছে সাধারণ মানুষকে।
মাঝখানে মুক্তি পেয়েছে মিশন ইম্পসিবল ডেট রেকর্ডিং পার্ট ওয়ানে অদৃশ্য শক্তির মোকাবিলা করেছেন টম ক্রুজ। এবারের সেই ধারণাকে মাথায় রেখে তৈরি হচ্ছে হান্ট অফ স্টোন। ওয়াইল রোজ খ্যাত ব্রিটিশ পরিচালক টম হরপারের ছবি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভট্ট গেল গ্যাডোড জেমি ডোনার।
মিশন ইম্পসিবল সিটাডেলের মতন তবড় তাবোড় অ্যাকশন ফ্রাঞ্চাইজের জন্য অনেকটাই জায়গা করে নিয়েছে amazon prime ভিডিওতে। এবারে তার সঙ্গে নেটফ্লিক্সের একমাত্র ভরসা হল ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস। প্রায় দু দশক পরে এই ফ্রাঞ্চাইজি খরচের খাতায় সিটাডেলকে চেয়েছিল টেক্কা দিতে। কিন্তু তা সত্বেও সিটাডেল সুযোগ পেয়েছি দ্বিতীয় সিজনের জন্য। আলিয়া কি পাবে আবারো সুযোগ হলিউড এ?