রাজভবনের সঙ্গে সরকারের সংঘাত কোন নতুন ঘটনা নয়। সোমবার স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে গিয়ে রাজ্যপালের সম্বন্ধে ক্ষোভ উগরে দিলেন। তুমি অভিযোগ করলেন রাজ্যপালের কারণেই এই রাজ্যে স্বাধীনতা দিবসের দিন কোন বন্দী মুক্তি হলো না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কে সিলমোহর দিয়ে কারা মন্ত্রী জানান এইবারের স্বাধীনতা দিবসে কোন বন্ধিকে মুক্ত করা হচ্ছে না।
উল্লেখ্য স্বাধীনতার দিন প্রত্যেকটা বন্দিদের আচরণের ভিত্তিতে মুক্ত করার রেওয়াজ চলে আসছে। আর সেই রীতি মেনেই এ বছরেও বন্দিদের তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে। নবান্ন সূত্রে খবর বন্দীদের তালিকা লিস্ট কে অনুমতি দিলেন না। রাজভবন থেকে আর সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি কারা মন্ত্রী জানিয়েছেন বন্দিদের কোন ফাইল এ বছর তাদের কাছে আসেনি।সেই কারণে কোন বন্দিকে স্বাধীনতা দিবসের দিন মুক্ত করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী এবার দাবি করেন রাজভবনে ফোন করলেও সেই ফোনের উত্তর আসেনি এমনকি whatsapp এ মেসেজ পাঠালেও তার কোন রিপ্লাইও আসেনি।