২০০ কোটি টাকা তজরূপের মামলায় গ্রেফতার হয়েছিলেন কনম্যান সুখেষ চন্দ্রশেখর। আপাতত তিনি জেনেই রয়েছেন। আর্থিক ত্বচ রূপের এই মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ জড়িয়ে পড়েন। তিনি বারবার বিদেশ যাওয়ার জন্য আদালতে আরজি জানালেও খারিজ হয়ে গিয়েছে। অবশেষে দিল্লির পাটিয়ালা হাউস কোট অনুমতি দিল জ্যাকলিন কে বিদেশ যাওয়ার জন্য। তবে অনুমতি মিললেও বেশ কিছু শর্ত চাপানো হয়েছে জ্যাকলিনের ওপরে।
অভিনেত্রী আপাতত নিজের ক্যারিয়ারের দিকে নজর দিয়েছেন। সম্প্রতি তিনি মুম্বাইয়ের বান্দ্রায় ১২ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন। বিলাস বয়সি ফ্লাটের ছবি তিনি সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আপাতত তিনি তার কোম্পানির ওপর বিশেষ নজরদারি দিয়েছেন।
গত পাঁচ তারিখ দিল্লির কোর্টের বিচারক শৈলেন্দ্র মালিক আগামী ৭ আগস্ট অভিনেত্রীকে আমেরিকা যাওয়ার অনুমতি দিয়েছেন। সেখানে অভিনেত্রীকে বলা হয়েছে এক কোটি টাকার ফিক্স ডিপোজিট থাকে জমা করে যেতে হবে। তারপর আমেরিকায় যাওয়ার সমস্ত বিবরণ অর্থাৎ তিনি কোথায় থাকবেন কোথায় কোথায় যাবে সমস্ত বিবরণ কোর্ট কে দিতে হবে।