এক দশকেরও বেশি সময় ধরে এই ধারাবাহিকটি দর্শকে আনন্দ দিয়ে আসছে। টেলিভিশনের ইতিহাসে মাইলফলক তারাক মেহতা কা উল্টা চশমা। এই সিরিয়াল সদ্যই ১৫ বছর পূরণ করেছে। একের পর এক বিতর্ক উঠে আসছে এই ধারাবাহিকে। কখনো পারিশ্রমিক নিয়ে আবার কখনো প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে। মোবাইল ধারাবাহিক থেকে বেরিয়ে এসেছেন আপনাদের নায়ক নায়িকা।
তার মধ্যে খোদ বেরিয়ে এসেছেন তারাক মেহতা অর্থাৎ শৈলেশ লোধা। তিনি মামলা করেছিলেন প্রযোজকের বিরুদ্ধে। অবশেষে তিনি জয়ী হলেন ক্ষতিপূরণ দিতে হবে প্রযোজককে। নানান ধরনের গল্প দর্শক দেখে আসছেন শৈলেশের চোখ দিয়েই। প্রায় 14 বছর তিনি এই সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু গত বছরে হঠাৎ করে নিজেকে গুটিয়ে নেন এই সিরিয়াল থেকে।
অভিনেতা জানান প্রযোজকের কাছে তার প্রায় ১.০৫ কোটি টাকা পারিশ্রমিক বকেয়া রয়েছে। অভিনেতার কথায় তিনি নিজের টাকা ফেরত চাইছেন তার জন্য তিনি অন্যের হাত মোছড়ানো কেন সহ্য করবেন। অবশেষে তিনি জয়ী হলেন। সমস্ত বকেয়া টাকা ফেরত দিতে হবে প্রযোজককে। অভিনেতা জানান এই লড়াই তিনি শুধু টাকার জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য লড়েছেন তিনি জয়ী হয়েছেন সত্যিটা সবার কাছে উন্মোচন করতে চেয়েছিলেন।